প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাজ্যের মিউজিক পাবলিশিং প্রতিষ্ঠান ইএমআইকে অধিগ্রহণ করেছে সনি করপোরেশন। সিটিগ্রুপের কাছ থেকে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ মিউজিক কপিরাইট কোম্পানিতে পরিণত হল সনি।
প্রতিষ্ঠানটির ক্যাটালগে বিটল, জে-জেড এবং নোরাহ জোন্সের মত শিল্পীদের গান রয়েছে। সনি/এটিভির ১১.৭ ভাগ শেয়ার এবং ইএমআইয়ের ১৯.৩ ভাগ শেয়ারের সমন্বয়ে বিশ্বের ৩১ ভাগ মিউজিক কপিরাইটের মালিক এখন সনি, যার সংখ্যা প্রায় ২০ লাখ গান।
ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো সনির এই অধিগ্রহণের সিদ্ধান্ততে সমর্থন দিয়েছে বলে জানা গেছে। সনি অবশ্য ইএমআই গ্রুপের ৫০ ভাগ কিনে নিয়েছে বাকি ৫০ ভাগ ইউনিভার্সেল মিউজিক গ্রুপ ১.৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কেনার প্রস্তাব দিয়েছে। মার্কিন এবং ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলো চুক্তি অনুমোদন করবে কিনা তা নির্ণয় করছে বলে জানা গেছে।