বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আগামী ২০১২-১৪ মেয়াদের জন্য নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৪ জুলাই, বুধবার, বিভিন্ন পদে নির্বাচন হয়। নতুন কার্যনির্বাহী পরিষদ (২০১২-১৪) এর বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন-

নির্বাচিত সদস্যের নাম ও ঠিকানা    – কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব

১) এ কে এম ফাহিম মাশরুর   –  সভাপতি
প্রধান নির্বাহী কর্মকর্তা
বিডিজবস.কম লিমিটেড

২) শামীম আহসান         – সিনিয়র সহ-সভাপতি
প্রধান নির্বাহী কর্মকর্তা
এখনি.কম লি:
   
৩) সৈয়দ আলমাস কবীর       – সহ-সভাপতি
প্রধান নির্বাহী কর্মকর্তা
আয় আল করপোরেশন
   
৪) রাসেল টি আহমেদ        – মহাসচিব
প্রধান নির্বাহী কর্মকর্তা
টিম ক্রিয়েটিভ
   
৫) এম রাশিদুল হাসান       – যুগ্ম মহাসচিব
প্রধান নির্বাহী কর্মকর্তা
সিসটেক ডিজিটাল লিঃ
   
৬) উত্তম কুমার পাল        – কোষাধ্যক্ষ
ব্যবস্থাপনা পরিচালক
বেস্ট বিজনেস বন্ড
   
৭) জনাব রিয়াজ উদ্দিন মোশাররফ    – পরিচালক
ব্যবস্থাপনা পরিচালক
উইন্ডমিল ইনফোটেক
   
৮) শাহ ইমরাউল কায়ীশ     – পরিচালক
ব্যবস্থাপনা পরিচালক
টেকনোবিডি ওয়েব সলিউশন্স লিঃ
   
৯) নাভিদুল হক           – পরিচালক
পরিচালক
টেকনোভিস্তা লিমিটেড
   

উল্লেখ্য, গত ২ জুলাই ২০১২ তারিখে ২০১২-১৪  মেয়াদে বেসিস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪১৪ জন ভোটারের মধ্যে ৩০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সাধারণ সদস্য  শ্রেণীভুক্ত পদে ৮ জন ও সহযোগী সদস্য শ্রেণীভুক্ত পদে ১ জনসহ মোট ৯ জন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে আজ এই পদ বণ্টন করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহার নেতৃত্বে বোর্ডের অপর দু’জন সদস্য কে. আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী এসব পদে নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করেন। এসময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান জনাব এ তৌহিদ ও উপস্থিত ছিলেন।