টেক-জায়ান্ট অ্যাপলের কাছে পেটেন্ট লঙ্ঘন সংক্রান্ত মামলায় হেরে গেছে স্যামসাং। পেটেন্ট আইন লঙ্ঘনের দায়ে স্যামসাংকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান জোসের ফেডারেল আদালতে নয় জন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুক্রবার স্যামসাংয়ের বিরুদ্ধে এ রায় দেয়। এতে বলা হয়, অ্যাপলের সফটওয়্যার ও ডিজাইন পেটেন্টের আইন ভেঙেছে স্যামসাং। অন্যদিকে স্যামসাংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আদালত। স্যামসাংয়ের অভিযোগে বলা হয়েছিল, অ্যাপল তাদের কয়েকটি পেটেন্টের আইন লঙ্ঘন করেছে। সে কারণে কোন ক্ষতিপূরণ পায়নি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। এ রায়ের ফলে অ্যাপল প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কয়েকটি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ধারণা করা হচ্ছে, স্যামসাং মার্কিন আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। খবর অনলাইন বিবিসির। বিশ্বে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারের অর্ধেকেরও বেশি এ দুটি টেক-জায়ান্টের দখলে। এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একটি আদালাতে অ্যাপল ও স্যামসাং উভয় প্রতিষ্ঠানই একে অপরের পেটেন্ট লঙ্ঘন করেছে বলে রায় দেয়া হয়েছিল। দুটি কোম্পানিকেই একে অপরকে ক্ষতিপূরণ দেয়াসহ জাতীয় পর্যায়ে অ্যাপল ও স্যামসাংয়ের কয়েকটি সুনির্দিষ্ট পণ্যের ওপর সাময়িক বিক্রয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।