১৮ ক্যারাট সোনার এক মোবাইল তৈরি হয়েছে ডেনমার্কে। মোবাইলটিতে আধুনিক প্রযুক্তির কোনো অ্যাপ্লিকেশন নেই। মেইল সুবিধা, ক্যামেরা, জিপিএস নেভিগেশন এবং ইন্টারনেট সুবিধা না থাকার পরও যে মোবাইল ফোন ফ্যাশনেবল একটি ডিভাইস হতে পারে তারই নমুনা তৈরি করে দেখিয়েছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান।
ডেনমার্কের মোবাইল নির্মাতা এবং বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাস্যার একটি মোবাইল তৈরি করেছে, যেটি পুরোটাই সোনা দিয়ে তৈরি। এ মোবাইল ফোন তৈরিতে ১৮ ক্যারাটের সোনা ব্যবহার করা হয়েছে।
মোবাইল ফোনটি তৈরিতে তিন বছরেরও বেশি সময় লেগেছে। এ ফোনটির ৫৭ হাজার ৪০০ ডলারে বিক্রি করতে পারবে বলে অ্যাসার কর্তৃপক্ষ আশা করছে।
অ্যাসার প্রতিষ্ঠাতা থমাস জেনসেন জানিয়েছেন, ‘ আর্ট পিস হিসেবে এটি সংগ্রহে রাখার মতো।’
প্রতিষ্ঠানটি প্রতি দেড় বছর অন্তর নতুন মোবাইল ফোন তৈরি করবে আর একেকটি মডেল তৈরি হবে মাত্র ৫ হাজার পিস। এসব মোবাইলগুলো বিক্রি করা হবে ৪২ হাজার থেকে ৭ হাজার ২৫০ ইউরোতে।