৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সালমান শাহ চলচ্চিত্র সপ্তাহ। ৫ থেকে ১০ সেপ্টেম্বর প্রতিদিন একটি করে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র প্রচারিত হবে।

ছবির তালিকায় থাকছে সালমান শাহের ক্যারিয়ারের সেরা ছবিগুলোর মধ্য থেকে বাছাইকৃত ৫টি ছবি। যার মধ্যে ৫ সেপ্টেম্বর প্রচারিত হবে ছটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই, ৬ সেপ্টেম্বর শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে, ৮ সেপ্টেম্বর বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, ৯ সেপ্টেম্বর মালেক আফসারী পরিচালিত এই ঘর এই সংসার এবং ১০ সেপ্টেম্বর জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ।

প্রথম চারটি ছবি প্রচারিত হবে বেলা ১১টা ২ মিনিটে। শেষের ছবিটি প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।