আজ সোমবার, বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা জসিমের ১৪তম মৃত্যুবার্ষিকী । অভিনেতা জসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর উদ্যোগে সোমবার দুপুর দেড়টায় মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
জসিমের মৃত্যুবার্ষিকী পালনে ফাইট ডিরেক্টর লাবু আহমেদকে আহবায়ক এবং সারোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
উল্লেখ্য, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, অভিতো জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য, জসিম প্রথমে খলনায়ক পরে নায়ক হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।