আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনী। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন।
প্রদর্শনীতে প্রতিদিন দুইটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় দুই দুয়ারী এবং রাত ৮টায় আগুনের পরশমণি চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হবে।
চলচ্চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে সন্ধ্যা ৬টায় শ্রাবণ মেঘের দিন ও রাত ৮টায় চন্দ্রকথা এবং সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় নয় নম্বর বিপদ সংকেত ও রাত ৮টায় আমার আছে জল চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।