আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অনৈতিক কর্মকা-, প্রতারণা ও জাল পাসপোর্টের দায়ে পুলিশের কাছে ধরা পড়েন বিতর্কিত অভিনেত্রী মনিকা বেদী। অভিযোগ প্রমাণিত হলে তার বেশ কয়েক বছরের জেল হয়ে যায়। জেল জীবন সমাপ্তির পর আবারো রুপালি পর্দায় ফিরছেন মনিকা।
তবে এবার বলিউডে নয়, তার অভিষেক হতে যাচ্ছে পাঞ্জাবি ছবিতে। পর্দায় মনিকাকে শেষ দেখা গিয়েছিল বিগ বস রিয়েলিটি শো-এর দ্বিতীয় আসরে। পাঞ্জাবে জন্ম নেওয়া মনিকা বলিউডে স্টার খেতাব পেলেও এখন পর্যন্ত জন্মস্থান পাঞ্জাবের কোনো ছবিতে অভিনয় করেননি।
৩৭ বছর বয়সী মনিকা সিরফিরে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার সহঅভিনেতা হিসেবে আছেন প্রিয়াংশু চ্যাটার্জি এবং গার্লিন চোপড়া। পাঞ্জাবি ছবিতে অভিনয় প্রসঙ্গে মনিকা বেদী বলেন, আমি হিন্দি, তেলেগু, গুজরাটি ও নেপালি ছবিতে অভিনয় করেছি। আমি সব ধরনের ছবিতেই অভিনয় করেছি; কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি পাঞ্জাবি ভালো স্ক্রিপ্টের কোনো ছবির। আমার অপেক্ষার পালা এবার শেষ হয়েছে।