ছোটবেলা থেকেই বড় হয়েছেন বলিউডের বিশেষ বিশেষ ব্যক্তিত্বের ছায়ায়। বাবা মহেশ ভাট সব সময়ই নতুন নায়িকাদের পরিচিতি তৈরি করে দেন বলিউডে। সেখানে মেয়ে আলেয়া ভাট আত্মপ্রকাশ করছেন করণ জোহর ও শাহরুখ খান প্রযোজিত স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে। নবাগত সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন আলেয়া। ক্যারিয়ারের শুরুতেই করণ জোহরের পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ধর্ম প্রোডাকশনস এবং রেড চিলি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাবে এ বছর ১৯ অক্টোবর। আলেয়া মাত্র ছয় বছর বয়সে সংঘর্ষ ছবিতে নায়িকা প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। ভাট খানদানের পরিচয় তো রয়েছেই, অভিনয় প্রতিভা দিয়েও আলেয়া মন জয় করে নিয়েছেন বলিউড সমালোচকদের।