এ মাসের তৃতীয় সপ্তাহে সঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামের তৃতীয় অ্যালবাম `বুনোফুল` বাজারে আনছে বেঙ্গল মিউজিক। সাতটি সাঁওতালি এবং দুটি ঝুমুর গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।এটি মৌলিক গানের অ্যালবাম নয়।
৭ মাস আগেই অ্যালবামটির কাজ শেষ হয়েছিল । গত পহেলা বৈশাখে কৃষ্ণকলি তার শ্রোতাদের উপহার দিতে চেয়েছিলেন অ্যালবামটি। অ্যালবামটির কাজ শেষ করেছিলেন আরও আগে, চলতি বছরের শুরুর দিকে। নানা জটিলতায় শেষ পর্যন্ত বাজারে আসেনি `বুনোফুল`।
মূলত স্পন্সর না পাওয়ার কারণে অ্যালবামটির সব কাজ শেষ করার পরও এত দিন অপেক্ষা করতে হয়েছিল।
`বুনোফুল` অ্যালবামের সব গানের সঙ্গীতায়োজন করেছেন অর্ক। গানগুলোর শিরোনাম `আগা ডালে বোসো কোকিল`, `আমার ঘরকে ভাদু এলেন`, `আমার তুসু ধনে`, `সান্তাল করেছে ভগবান`, `দালান দিলি মহল দিলি` ও `কৃষ্ণকালা`। ঝুমুর গান দুটি হলো `ফুলগাছটি লাগোয়েছিলাম` ও `কালো জলে কুজলা তালে`।