ডেডলাইন মিউজিক এর ব্যানারে এলআরবির যুদ্ধ অ্যালবামটি আসছে ১১ই অক্টোবর। এ উপলক্ষে ১০ই অক্টোবর ডেডলাইন ও বাংলালিংকের যৌথভাবে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন থাকবে।
আইয়ুব বাচ্চু বলেন, আমরা ১০ই অক্টোবর জমকালো আয়োজনে ‘যুদ্ধ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি করতে চাই। কারণ, এ অ্যালবামটি অনেক সাধনার। গেল দুই মাসে ভাল সাড়া পেয়েছি মিউজিক স্টেশন থেকে।
তাই এ ব্যাপারে আমরা বেশ সিরিয়াস এখন। ‘যুদ্ধ’ অ্যালবামের বেশিরভাগ গানের কথা লিখেছেন গীতিকবি সাজ্জাদ হুসাইন। গানগুলোর শিরোনাম হলো- যুদ্ধ, আবার যুদ্ধে যাব, অন্ধকার, অন্ধ, একটি ছেলে, আগুন নিয়ে খেলো না, সাপলুডু, পুরোটাই ফাঁকি এবং যে চলে যায়।
উল্লেখ্য, এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘স্পর্শ’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে।