পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় মনের মানুষ সিনেমায় অভিনয়ের পর আবারও ভারতীয় সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের সরকারি অনুদানের একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল। ধ্রীতিশ কুমার রায়ের পরিচালনায় ছবির নাম সীমান্ত। ইতোমধ্যেই এই সিনেমায় চঞ্চলের কাজের কথা চূড়ান্ত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসেই এর শুটিং শুরু হবে। এই ছবিতে বাংলাদেশ থেকে একমাত্র চঞ্চল চৌধুরী অভিনয় করবেন। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ধ্রীতিশ রায়কে আমি এখনও দেখিনি। ফেইসবুক এবং ফোনে তার সঙ্গে কথা হয়েছে। একদিন তিনি আমার মেইলে ছবির স্ক্রিপ্ট পাঠান। ছবির গল্পটি আমার ভালো লাগার কারণেই এ সিনেমায় আমি কাজ করার ইচ্ছা পোষণ করি।’ উল্লেখ্য, সীমান্ত সিনেমাটি পরিচালক ধ্রীতিশ কুমায় রায় পরিচালিত প্রথম ছবি।