পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে আজ বিকাল ৩টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক এক হাজার টাকা। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান।
অভিনয়ে_ আরফান নিশো, বিদ্যা সিনহা মীম, জোতিকা জ্যোতি, পরেশ আচার্য, রুনা খান, আর জে সায়েম প্রমুখ। সজীব বসে আছে পাবলিক বাসের মহিলা সিটে। তার পাশে বসা একটা মেয়ে। কিছুক্ষণ পরপর মোবাইলে কারো সঙ্গে কথা বলে যাচ্ছে। মেয়েটা কাটা কাটা জবাব দেয়। কথায় কথা বাড়ে একসময় তারা একসঙ্গে চা খায়। সজীব জানায় তার নিম্ন-মধ্যবিত্ত অবস্থার কথা। মেয়েটা জানায় সে এখনো দেহব্যবসা শুরু করতে পারেনি।
আজই এই পথে পা দিয়েছে। শান্তার অবশ্য আশা সে এ কাজ ভালোই করতে পারবে এবং অসুস্থ বাবা এবং ছোট ভাইটাকে নিয়ে তার সংসার সে আরো কিছুদিন টেনে নিতে পারবে। তাকে এখন ফিরে যেতে হবে ময়মনসিংহ। ট্রেন চলে যায়। শান্তা এখনো শহরে আসে। প্রায়ই সে সেই চায়ের দোকানে বসে থাকে একহাজার টাকা নিয়ে। তার বিশ্বাস সজীব আসবে।