বিশ্ববিখ্যাত ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার বলিউডে পা রেখেছেন জিসম-টুর মতো ছবি দিয়ে; কিন্তু ছবির মুক্তির আগে জিসম-টু নিয়ে দর্শকদের মনে যে আশা ও উত্তেজনার সঞ্চার হয়েছিল, ছবির মুক্তির পরে তা যেন কর্পূরের মতো উড়ে যায়।

কারণ, দর্শকরা নাকি আশাহত হয়েছেন। বরাবর এক্স-রেটেড ছবিতে দেখে অভ্যস্ত সানিকে বড় পর্দায় দেখার ইচ্ছা ছিল প্রবল। প্রত্যাশাও ছিল অনেক; কিন্তু ছবির দেখার পর যারপরনাই নিরাশ হয়েছেন তারা। শোনা যাচ্ছে, সানিও নাকি এ বিষয় যথেষ্ট দুঃখিত।

ভারতীয় সেন্সর বোর্ডের অতিরিক্ত বাড়াবাড়ির ফলেই এ অবস্থা বলে জানিয়েছেন তিনি। তবে তার ছবি হলে গিয়ে টিকিট কেটে দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সানি। জিসম-টুর পর রাগিণী এমএমএস টুতে অভিনয় করতে চলেছেন সানি। আর সেই সঙ্গে আরো একবার আশায় বুক বাঁধছেন ভারতবাসী।

এ ছবিতে তাদের আশা মিটবে নাকি আরো একবার সেন্সর বোর্ডের কোপ পড়বে তাতে, সেটা সময়ই বলবে। আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করে থাকাটাই একমাত্র উপায়।