বলিউডের খ্যাতিমাননির্মাতা ও প্রযোজক ইয়াশ চোপড়া আর নেই।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এক সপ্তাহের মাথায় রোববার তার মৃত্যু হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে। তার বয়স হয়েছিল৮০ বছর।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, অনেক দিন ধরে ডেঙ্গুতে ভুগছিলেন ইয়াশ চোপড়া। কিন্তু তিনি তা পাত্তা দেননি। শেষে বেশ কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে।

বীর জারা, দিল তো পাগল হ্যায়, চাঁদনী, ডর, সিলসিলা, কভি কভির মতো দর্শকনন্দিত চলচ্চিত্রেরনির্মাতা ইয়াশ চোপড়া। এছাড়া মোহাব্বাতে, ফানা, চাক দে ইন্ডিয়া, ধুম, ধুম-২ এর মতো অসংখ্য চলচ্চিত্র তার প্রযোজনায় নির্মিত হয়েছে।

সর্বশেষ যব তক হ্যায় জান চলচ্চিত্র নির্মাণ করছিলেন ইয়াশ চোপড়া।