সুবর্ণা মুস্তাফা ও সাজু খাদেমের বয়সের তারতম্য থাকা সত্ত্বেও কয়েকটি নাটকে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন। এবার আরো একটি নাটকে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন।
বদরুল আনাম সৌদের রচনা ও মোনতাসির রিপন পরিচালিত বিবাহ বিভ্রাট নামের একক নাটকটিতে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন। নাটকে সুর্বণা ও সাজুর মেয়ের ভূমিকায় দেখা যাবে স্বাগতাকে। পরিচালক রিপন জানান, বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি নয় অহনার পরিবার। তিন দিনের মধ্যে যদি অহনা পছন্দের প্রতিষ্ঠিত পাত্র নিয়ে আসতে পারে, তবেই তাকে বিয়ে করতে পারবে। অন্যথায় পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করতে হবে।
তারেক বিপাকে পড়ে। তার এই মুহূর্তের সম্বল ১১৯ টাকা। এভাবে কেটে যায় প্রথম দিন। দ্বিতীয় ও তৃতীয় দিন কেটে গেলে থাকে শুধু রাত। সেই রাতেই এক প্রৌঢ় হঠাৎ তারেককে ধরে নিয়ে যায় তার বাড়িতে। প্রৌঢ় নিজের স্ত্রীর সামনে তারেককে পরিচয় করিয়ে দেয় বিদেশ ফেরত ভাতিজা হিসেবে।
প্রৌঢ়দের বিত্ত-বৈভব দেখে হতচকিত তারেক। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে, কাউকে আঘাত না করে ডাকাতি করতে হবে। নাটকটি ঈদে প্রচারের উদ্দেশে নির্মিত হয়েছে।