মুঠোফোনের পর এবার সিডি আকারে প্রকাশিত হলো জনপ্রিয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম ‘যুদ্ধ’। এটি তাদের ১৬ তম একক।

বুধবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘যুদ্ধ’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন আইয়ুব বাচ্চু।

অ্যালবামটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন,‘ অডি বাজারে অস্থিরতা, পাইরেসির কারণে অনেকটা অভিমান নিয়ে অ্যালবাম বের করা থেকে বিরত ছিলাম।কিন্তু নতুন প্রজন্মকে প্রতিদিন ভালো মন্দের ভিতর দিয়ে সংগ্রাম করতে হয়। এই যুদ্ধ পাইরেসি আর অনিয়মের বিরুদ্ধে। এ ছাড়া যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। তাই যুদ্ধ চাই না, শান্তি চাই। আর অডিও শিল্প ধ্বংস হয়ে যাবে এটাও মন থেকে মেনে নিতে পারছিলাম না। তাই নতুন প্রজন্মের জন্য সুন্দর একটা বিশ্ব উপহার দেওয়ার উদ্দেশ্যে ‘যুদ্ধ’ অ্যালবামের আত্মপ্রকাশ।’

অ্যালবামে গান রয়েছে মোট ১০টি । সব কটি গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন। রক ঘরানার গানগুলোর শিরোনামের মধ্যে রয়েছে—‘যুদ্ধ’, ‘একটি ছেলে’, ‘অন্ধকার’, ‘সাপলুডু’,  ‘আগুন নিয়ে’, ‘যে চলে যায়’,‘আবার যুদ্ধে যাব’, ‘অন্ধ’ ‘পুরোটাই ফাঁকি’,‘ভয়’।