হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। ওই দিন সারা দেশে ‘হিমু মেলা’র আয়োজন করছে চ্যানেল আই। হিমুদের নিয়ে শোভাযাত্রা হবে, আড্ডা হবে, বইয়ের মেলা হবে—থাকবে আরও কিছু।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, সম্প্রতি প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা কর্মসূচি নিয়েছে চ্যানেল আই। ‘হিমু মেলা’ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করা হবে। ‘হিমু মেলা’র বড় আয়োজনটি হবে তেজগাঁওয়ে, চ্যানেল আই কার্যালয়ের চত্বরে।

ফরিদুর রেজা সাগর আরও জানান, ওই দিন চ্যানেল আইয়ের পর্দায় থাকবে নানা আয়োজন। থাকবে হুমায়ূন আহমেদের নাটক, তাঁকে নিয়ে আরেকজন বরেণ্য সাহিত্যিক ও নাট্যকারের নাটক, আড্ডা, হুমায়ূন আহমেদের গান আর তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র।