আত্মসমর্পণ করতে চান গাদ্দাফি পুত্র সাইফ আল গাদ্দাফি। তবে দেশে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করবেন তিনি। বুধবার অন্তর্র্বতী পরিষদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আব্দুল মজিদ জানান, গাদ্দাফিপুত্র সাইফ ও গাদ্দাফির ঘনিষ্ঠ সহচর ও সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসি আন্তর্জাতিক আদালতের কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, “লিবিয়া ও নাইজারের সীমান্তবর্তী কোনো অঞ্চলে সাইফ ও সেনুসি পালিয়ে রয়েছেন। তারা প্রতিবেশী কোনো দেশের মধ্যস্থতায় আত্মসমর্পণের চুক্তি করতে চাইছেন।”
এদিকে আইসিসির এক মুখপাত্র জানান, এ ধরনের কোনো প্রস্তাব এখনো তাদের কাছে আসেনি।