আফগানিস্তানে নেটো জোটের আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলার নিন্দা করেছে। ওই হামলায় অন্তত ৬জন নিহত হয়। নেটো বলেছে যে এই ধরণের কার্যকলাপ হচ্ছে নিরীহ মানুষের ক্ষতি করা এবং তাদের জঘন্য তৎপরতায় বাধ্য করা।
নেটো বাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে যে আত্মঘাতী বোমা হামলাকারীর নেটো সদর কার্যালয়ের সামনে হামলা চালায়। সন্দেহ করা হচ্ছে হামলাকারী এক কিশোর।