আফগানিস্তানের ওমারদাক প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের ট্রাকবোমা হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে আত্মঘাতী এই হামলায় এছাড়াও এক শিশুসহ দুই আফগান নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরক ভর্তি ট্রাকটি নিয়ে গিয়ে ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়।ট্রাকটিতে ৯ হাজার কিলোগ্রামের বেশি বিস্ফোরক ছিল। বিস্ফোরকের ওপরে রাখা ছিল জ্বালানি কাঠ। তালেবান বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করার কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হয়। ই-মেইল বার্তায় বলা হয়, যতদিন পর্যন্ত মার্কিন বাহিনী আফগানিস্তান না ছাড়বে ততদিন তাদের ওপর হামলা চালিয়ে যাওয়া হবে। মার্কিন বাহিনী আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে বলে এতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলায় তালেবান জড়িত নয় বলে বার্তায় দাবি করা হয়।
খবর এএফপি, বিবিসি আল জাজিরা, জিনিউজ অনলাইনের।