পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে আফগান সরবরাহ চুক্তিতে সই করেছে। এর বিনিময়ে ইসলামাবাদ তার সীমান্তের অভ্যন্তরে জঙ্গিদের মোকাবেলা করতে ওয়াশিংটনের কাছ থেকে কোয়ালিশন সাপোর্ট ফান্ডের আওতায় ১.১ বিলিয়ন ডলার সাহায্য পাবে।
আলজাজিরা জানায় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য সরবরাহ নিয়ে যেতে পারবে।
আফগান সীমান্ত বরাবর মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসাবে পাকিস্তান সাত মাস যান চলাচল বন্ধ রাখে। কিন্তু ৩ জুলাই তার স্থলপথ পুনরায় খুলে দিতে সম্মত হয়।
উল্লেখ্য, এক মার্কিন ড্রোন হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে এই ব্যাপারে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।