আরব লীগ সিরিয়ায় তাদের পর্যবেক্ষন মিশনের কর্মকান্ড পর্যালোচনা করার জন্য রবিবার মিশরে বৈঠকে বসছে। ধারণা করা হচ্ছে, লীগ সিরিয়ায় তাদের পর্যবেক্ষকের সংখ্যা ১৬৫ জন পর্যন্ত বৃদ্ধি করবে।
সিরিয়ার সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান বুরহান ঘালিউন আরব লীগের কর্মকর্তাদের সঙ্গে শনিবার আলোচনার জন্য কায়রো যান। মিষ্টার ঘালিউন বলেন, পর্যবেক্ষন মিশনের রিপোর্ট বস্তুনিষ্ঠ না হ’লে তার সঙ্গগঠন সেটি প্রত্যাখ্যান করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন শনিবার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আমরের সঙ্গে বৈঠকে বসেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, মিয ক্লিন্টন আরব লীগের বৈঠকের আগ মুহুর্তে মিষ্টার আমরের সঙ্গে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনময় করেন।
শনিবার সিরিয়ার অধিকারকর্মীরা বলেন, সিরিয় সেনাবাহিনী পরিত্যাগকারী একদল লোক রাজধানী দামেষ্কের কাছে দুমা শহর দখল করে, তবে পরে তারা ঘাটিতে ফিরে যায়। গ্রেট বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানায়, একটি অন্তেষ্টিক্রিয়ার শোভা যাত্রার ওপর নিরাপত্তা বাহিনী গুলি বর্ষন শুরু করলে সঙ্ঘাত বেধে যায়।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং অধিকার কর্মীরা বলে, শনিবার সারা দেশে কমপক্ষে তিরিশ ব্যক্তি প্রাণ হারায়।