সার্ধশত জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান হয়েছে প্যারিসে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সদর দফতরে। মানবিকতার জয়গান গাওয়ায় রবিঠাকুরকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেয় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

গত সোমবারের এ আয়োজনে শরিক ছিল বাংলাদেশ ও ভারতের প্যারিস মিশন। প্যারিস সময় সন্ধ্যায় ‘রিমেমবারিং ট্যাগোর’ শীর্ষক এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গেয়ে শোনান রবীন্দ্র সংগীত শিল্পী শামা রহমান ও শান্তনু চৌধুরী। রবিঠাকুরের পাশাপাশি চিলির কবি পাবলো নেরুদা ও ফরাসি কবি আইমে সিজারকেও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন অপর্ণা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সত্যজিৎ রায়ের নির্মিত প্রামাণ্যচিত্রটিও দেখানো হয়।

ইউনেস্কোর এক বিবৃতিতে জানানো হয়, ২০১০ সালকে সাংস্কৃতিক পুনর্মিলনের বছর হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। তিন ভিন্ন সংস্কৃতির তিন সাহিত্যিককে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ উদ্যোগের বিভিন্ন কর্মসূচি সদস্য দেশগুলোর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করবে বলে বিবৃতিতে জানানো হয়।