ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর তায়েজের একটি ব্যস্ততম বাজারে শুক্রবার গ্রেনেড হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। একই দিন পার্শ্ববর্তী শহর সানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুই হামলায় আহত হয়েছে কমপক্ষে আরো ১০ জন।

তেজ গভর্নর অফিসের একজন কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যক্তি তায়েজের বাজারে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিস্ফোরণে ছয় জন নিহত হয়। পবিত্র মাস রমজানের কারণে দুপুরে বন্ধ থাকার পর বিকেলে খুললে ব্যাপক জন সমাগম হয় আর  এ সময়ই হামলাটি চালানো হয়।

তিনি জানান, বোমা নিক্ষেপকারী মোটরসাইকেলে করে এসে হামলা করে পালিয়ে যায়। তবে, প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট আলী অবদুল্লাহ সালেহের শাসনের বিরুদ্ধে গত বছর তেজে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভের মুখে চলতি বছরের ফেব্রুয়ারিতে সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এ মাধ্যমে তার টানা ৩৩ বছরের শাসনামলের পতন ঘটে।

এদিকে একই দিন দক্ষিণাঞ্চলীয় শহর সানার একটি ইন্টারনেট ক্যাফেতে পেতে রাখা বোমার বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছে বলে স্থানীয়রা ও চিকিৎসকরা জানিয়েছেন।