প্রত্যক্ষদর্শীরা বলছেন রাজধানী সানার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর মেশিনগান ব্যবহার করে।
এমনকী এসময় বিমান বিধ্বংসী অস্ত্রও ব্যবহার করা হয়েছে।তাছাড়া তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয়।এতে আহত হন কয়েকশ বিক্ষোভকারী।তবে এ হতাহতের ঘটনার জন্য ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিক্ষোভকারীদের দায়ী করেছে।মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে বলা হয়েছে বিক্ষোভকারীরা প্রথমে পেট্রোল বোমা নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনী তাদের দিকে অগ্রসর হয়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।গত জুন মাসে তার বাসভবনে এক বোমা হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন।k