ইরাকের সর্বত্র পরিকল্পিতভাবে একের পর এক বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত এবং ২৬০ আহত হয়েছে।
ইরাকের শিয়া মুসলমারা বাতসরিক ধর্মীয় সমাবেশে সামিল হওয়ার জন্য যখন জড়ো হচ্ছিল তখন ইরাকব্যাপী বিভিন্ন শহরে বোমা বিষ্ফোরণ ঘটে। ইরাকী কর্তৃপক্ষ বলছে, এই বছর ক্রমাগত যে হামলা চলছে এটা ছিল সবচাইতে মারাত্মকতম আক্রমণ।
তারা বলছে, বাগদাদের বিভিন্ন এলাকায় শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে চারটি বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন নিহত হয়। শিয়া অধ্যুষিত উত্তরাঞ্চলীয় বালাদ শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়।
হিল্লা শহরে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হয়।উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে একজন নিহত এবং মারাত্মক হামলা চালান হয় তাজী, বাকুবা, আজিজা এবং কারবালা শহরেও।
শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা অষ্টম শতাব্দীর ইমাম মুসা আল খাদেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তীর্থযাত্রীরা বড়বড় শহরে সমাবেত হচ্ছিলেন।