নির্বাচনী প্রচারণায় বিমানযোগে কানেকটিকাট যাওয়ার পথে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আকাশপথে ঢুকে পড়ে দুটি ছোট বিমান। প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত দুটি এফ-১৫ যুদ্ধবিমান ওই দুটি বিমানকে সরিয়ে নেয়। উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের লং আইল্যান্ডের ওপরের আকাশে প্রেসিডেন্টের যাত্রাপথে একটি ছোট বিমান ঢুকে পড়ে। দুটি এফ-১৫ যুদ্ধবিমান ওই অবাঞ্ছিত বিমানটিকে তাড়া করে বিমানটি অবতরণ না করা পর্যন্ত এর পিছু নেয়। অবতরণের পর বিমানের পাইলটকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায়। এর প্রায় আধ ঘণ্টা পর কানেকটিকাটের নিউ হ্যাভেন এলাকার আকাশে আরেকটি ছোট বিমান প্রেসিডেন্ট ওবামার আকাশপথে ঢুকে পড়ে। তবে এটিকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান যাত্রাকালে তার বিমানপথের আশপাশের আকাশপথ সাময়িকভাবে ভ্রমণ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষিত হয়। তবে প্রায়ই এই নিষিদ্ধ এলাকায় ছোট ছোট বিমান ঢুকে পড়ার ঘটনা ঘটে।