যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ভার্জিনিয়ার রীচমন্ড শহর সফর করছেন সেখানে তিনি ভাষণে – কংগ্রেসের প্রতি প্রায় ৪৫ হাজার কোটি ডলারের কর্মসংস্থানের পরিকল্পনা অনুমোদন করার আহ্বান জানাচ্ছেন ।

প্রেসিডেন্ট ওবামা বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে তার ‘আমেরিকান জবস এ্যাক্ট’ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র এক ‘জাতীয় সংকটের’ সম্মুখীন এবং তিনি দ্বিদলীয় রাজনীতি পরিহার করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ।

মিঃ ওবামা বলেন, তার প্রস্তাব অনুযায়ী কর্মী ও ব্যবসায়ীদের জন্য কর ছাঁটাই করা হবে এবং নির্মাণ শ্রমিক, শিক্ষক ও অন্য আমেরিকানদের চাকরী সৃষ্টি করা হবে। এই বিলে – শ্রমিকদের জন্য রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর, জলপথ, এবং অন্ততঃ ৩৫ হাজার স্কুলের  মেরামত ও আধুনিকীকরণের লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে ।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, নতুন কর্মসংস্থান বন্ধ হয়ে পড়েছে, এবং ২য় এক মন্দাবস্থার আশংকা সৃষ্টি হচ্ছে ।