ব্রিটেনে এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গরম। মাঝে মাঝে ঝরে পড়ে এক পশলা বৃষ্টি। মানুষের ছাতা নিয়ে বের হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ছয় মাস বয়সী কুকুর জারভিসের ক্ষেত্রে সে নিয়মের ব্যত্যয়ই যেন ঘটল। মাথায় বাহারি এক ছাতা চড়িয়েছে সে। জারভিসের মালিক ১৮ বছর বয়সী চার্লট স্মিথ জানালেন, প্রিয় কুকুরটিকে রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পেরে বেজায় খুশি তিনি। ম্যানচেস্টারের পশু বিক্রয় প্রতিষ্ঠান ‘বেটি অ্যান্ড বাচ’ এই ছাতা বিক্রি করছে। উত্পাদন করছে ইতালির একটি ছাতা তৈরির প্রতিষ্ঠান। দোকানটির মালিক পল ফক্স জানান, এখানকার পরিস্থিতি বিবেচনা করেই আমরা ইতালিয়ান প্রতিষ্ঠানটিকে পশুর জন্য বিশেষ ছাতা তৈরির অনুরোধ জানিয়েছিলাম। ব্রিটেনে এ বছর কয়েক দশকের মধ্যে নজিরবিহীন তাপমাত্রা উঠেছিল। গত জুনে তা ছিল সর্বোচ্চ। ব্রিটেনের ইতিহাসে ১৯১০ সালেই কেবল এত বেশি তাপমাত্রার কথা জানা যায়। রোদ-বৃষ্টি যা-ই থাকুক না কেন এখন থেকে প্রিয় কুকুরের আরাম নিশ্চিত করতে আর বেগ পেতে হবে না ব্রিটেনের লোকদের। ডেইলি মেইল।