লেজ চাটা বা কামড়ানো কুকুরের অভ্যাস। বেশিরভাগ কুকুরই দৌড়ের সময় লেজ নাড়ে, পেছনের দিকে তাকায় ও কিছুক্ষণ পরপর লেজ চাটে। গবেষকরা বলছেন, এগুলো তাদের কাছে মজার কোনো বিষয় নয়। বরং এক ধরনের মানসিক বিষণ্নতা থেকে তারা এমনটি করে।

উদ্বিগ্নতা ও অবসাদগ্রস্ততা থেকে তারা স্বভাবসুলভ এসব কাজ করে থাকে। এটি কুকুরগুলোর ক্ষেত্রে অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারের ইঙ্গিত বহন করে। গবেষকরা জানান, বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে কুকুর লেজ কামড়ানো শুরু করে। যেসব কুকুর পুষ্টিকর খাদ্য বিশেষ করে ভিটামিন ও মিনারেল খেতে পায় তাদের বিষণ্নতার পরিমাণ কম। ফলে তাদের লেজ চাটার অভ্যাসও কম।

তাছাড়া যেসব কুকুর ছোট থাকতেই মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বা শিশুকালে মায়ের সেবাযত্ন কম পায় তারা বেশি বেশি এই রোগে ভোগে। গবেষকরা আরও জানান, বিষণ্নতা শুধু মানুষের মধ্যে কাজ করে এমন নয়। বরং প্রাণীর ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে। তাই কুকুরের লেজ চাটার বিষয়টি বিজ্ঞানসম্মত।

হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪০০টি কুকুরকে পরীক্ষা-নিরীক্ষা করে এমন সিদ্ধান্তে আসেন। ইউরোপীয় রিসার্চ কাউন্সিল গবেষণার অর্থ সরবরাহ করে। 

ডেইলি মেইল।