মার্কিন নাগরিক হেরিক হুগ হ্যার পাহাড়ে আরোহণ করলেন। ঘুরে বেড়ালেন মনের আনন্দে। অথচ তার কোনো পা নেই। হ্যাঁ, কৈশোরে পা হারানো এ মানুষটি শুধু মনের জোরে বেয়ে উঠেছেন পাহাড়ের ২০০ ফুট ওপরে।

কৃত্রিমভাবে তৈরি দুটি পা অবশ্য ছিল। কিন্তু মনের জোর না থাকলে এমন অসাধ্য কজনইবা সাধন করতে পারে। প্রবল ইচ্ছা আর সাহসের ওপর ভর করে তিনি ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’ এলাকার পাহাড়টিতে আরোহণ করতে পেরেছেন।

কৃত্রিম পায়ের সাহায্যে পাহাড়ে আরোহণ সম্পর্কে তিনি বলেন, ‘এই শতকে এসে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। প্রতিনিয়তই প্রযুক্তি আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে। যার সুযোগ নিতে পেরেছি আমি।’

উল্লেখ্য, তার জন্য বানানো কৃত্রিম পা দুটি বায়োনিক প্রযুক্তিতে তৈরি। ডেইলি মেইল।