সাপের কামড়ে মানুষ মরে। এ কথা শুনেছে সকলে। মানুষের কামড়ে সাপ মরে। এটা কয়জন জানে? হ্যাঁ সত্যি। নেপালের এক কৃষক। নাম মহম্মদ সালমুদ্দিন। কোবরা জাতের সাপকে কামড়ে মেরে ফেলেছে।

সালমুদ্দিন একজন সাপুড়ের কাছ জানতে পারেন, যদি তোমাকে কোনো সাপ কাটে তবে তুমিও ওই সাপটিকে কামড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত তুমি কামড়াবে যতক্ষণ পর্যন্ত না ওই সাপটি মরে। সাপটি মরে গেলে তোমার কিছু হবে না।

সালমুদ্দিনকে একদিন ধান ক্ষেতে সাপ কামড়ে দেয়। সালমুদ্দিন বাড়ি গিয়ে টর্চ নিয়ে এসে সাপটিকে খুঁজতে থাকে।  সাপটিকে খুঁজে পান। সেটি কোবরা জাতের সাপ ছিলো।কোনো ভয় না পেয়ে তিনি সাপুরের কথামত সাপটিকে কামড়ে মেরে ফেলেন। যেহেতু তিনি কোবরা সাপের কামড় খেয়েছেন তাই বাড়ির লোকের চাপে তাকে হাঁসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।

কাঠমুন্ডু হতে ১২৫ মাইল দূরে দক্ষিণ-পূর্বে দিকের এক গ্রামে মঙ্গলবার এই ঘটনা ঘটে।
সূত্র ইন্টারনেট।