পৃথিবীর সবচেয়ে ছোট রুপার পাতের ওপর লেখা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান শরিফ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন দুবাইভিত্তিক ইরানি শিল্পী রাইন আকবার খানজাদেহ।
মাত্র এ-৪ সাইজের কাগজের চেয়ে ছোট দেড়শিট সিলভারে পুরো কোরান অঙ্কন করেছেন তিনি। এটি তিনি তৈরি করেছেন ২৫ হাজার ছোট পাথর (জেমস্টোন) দিয়ে। যাতে ২০ ক্যারেট ডায়মন্ডের সঙ্গে ১০ ক্যারেট রুবি ও সমপরিমাণ নীলকান্তমণি ব্যবহার করা হয়েছে। কোরান শরিফটির ওজন ৬ কেজি।
আগামী সপ্তাহে কুয়েত থেকে এটি সবার জন্য উন্মোচন করা হবে। গত ১০ মাস প্রতিদিন ১০ ঘণ্টা করে কাজ করে এটি তৈরি করেছেন খানজাদেহ, যা করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ দিরহাম। সব টাকা নিজের জমানো ফান্ড থেকেই ব্যয় করেছেন তিনি।
একে নিজের করা সর্বশেষ এবং শ্রেষ্ঠ কাজ বলে মন্তব্য করেছেন এর শিল্পী আকবার খানজাদেহ। এর আগে গত ১২ বছর তিনি বহু ডিজাইনে কোরানের নকশা ও কপি তৈরি করেছেন। ওয়েবসাইট।