খাদ্যের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় অধিকাংশ প্রাণীকেই। তবে কিছু ক্ষেত্রে ব্যাপারটা যেন একটু দৃষ্টিকটুই বটে। ইকুয়েডরের মিন্ডু থেকে ক্যামেরাবন্দি হওয়া এই হামিংবার্ড পাখি দুটির ব্যাপারটার কথাই বলা যাক! একটা কলার থোড়ের দেখা পাওয়া গেছে। হামিংবার্ডরা এ খাবার খুব পছন্দ করে। এই পাখিগুলোরও পছন্দ হয়েছে। কিন্তু খাবারটা খেতে চায় দুটি পাখিই। কেউ কাউকে ভাগ দিতে রাজি নয়। একটা পাখি থোড়ে বসে মনের আনন্দে খাওয়া শুরু করে দেয়। বাদ সাধে অন্যটি। ফলে শুরু হয়ে যায় লড়াই। প্রকৃতির নিয়মানুযায়ী খাবারটা শেষ পর্যন্ত সবলের দখলেই যাবে! একই প্রজাতির পাখির মধ্যে লড়াইয়ের অন্যতম কারণ হচ্ছে দুটি পাখির গায়ের রংয়ের পার্থক্য। এই ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী ন্যাট চ্যাপেল। তিনি জানান, ইকুয়েডরে হামিংবার্ডয়ের এমন দেড়শ’ প্রজাতি বাস করে। যাদের গায়ের রংয়ে হালকা পার্থক্য বিদ্যমান। ডেইলি মেইল।