প্রায় গোটা দেশ এনটিসি’র কব্জায় এসে গেলেও তিনটি বিচ্ছিন্ন এলাকায় গাদ্দাফির অনুগামীরা টিকে গেছে৷ মাস তিনেকের মধ্যেই তাদের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মনে করছে ন্যাটো৷
এনটিসি যত সহজে ত্রিপোলি দখল করতে পেরেছিল, সির্ত, বানি ওয়ালিদ ও সাবাহ দখল করতে ততই বেগ পেতে হচ্ছে৷ এর মধ্যে দক্ষিণে সাহারা মরুভূমির বুকে সাবাহ এলাকায় বৃহস্পতিবার সাফল্যের দাবি শোনা যাচ্ছে৷ জুফ্রা এবং সাবহা’র প্রায় গোটা এলাকাই তাদের দখলে এসে গেছে বলে এনটিসি দাবি করছে৷
সেখানে রাসায়নিক অস্ত্রের এক ভাণ্ডারও নাকি পাওয়া গেছে৷ গাদ্দাফি স্বয়ং এতদিন সাবাহ’য় আত্মগোপন করে ছিলেন ও ঠিক সময় পালিয়ে যেতে পেরেছেন বলে যে গুজব শোনা যাচ্ছে, এনটিসি তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে৷ তাদের মতে, গাদ্দাফির আর পালানোর বেশি জায়গা অবশিষ্ট নেই৷ এদিকে বানি ওয়ালিদ এলাকার উত্তর প্রান্ত থেকে নতুন করে হামলার প্রস্তুতি চলছে৷ সির্ত থেকে দলে দলে বেসামরিক মানুষকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে৷ এই সব এলাকা দখল করতে এনটিসি বাহিনী’কে বেশ বেগ পেতে হচ্ছে৷ এর দু’টো প্রধান কারণ রয়েছে৷ প্রথমত, এই তিনটি এলাকায় গাদ্দাফির অনুগামীদের অস্ত্রভাণ্ডার ও অনেক রসদ রয়েছে৷ উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই সব যোদ্ধাদের মোকাবিলা করা কঠিন৷ ফলে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও অনেক দিন ধরে তারা লড়াই চালিয়ে যেতে পারছে৷ দ্বিতীয়ত, এনটিসি বাহিনীর দক্ষতা নিয়ে শুরু থেকেই নানা সমস্যা ছিল৷ যোদ্ধাদের মধ্যে বেশিরভাগই আগে কখনো অস্ত্র চালায় নি৷ ফলে তাদের সাফল্য পেতে বেশ দেরি হচ্ছে৷ ভুল করে নিজেদেরই যোদ্ধাদের লক্ষ্য করে অস্ত্র চালানো বা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে দুর্ঘটনার ঘটনাও বিরল নয়৷ রয়টার্স’এর এক সাংবাদিক দেখেছেন, কীভাবে এক যোদ্ধা রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করতে গিয়ে নিজের মাথা উড়িয়ে দিয়েছে এবং আরেক যোদ্ধাও কীভাবে সেই দুর্ঘটনায় নিহত হয়েছে৷ বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও নির্দিষ্ট কাঠামো তৈরি করার চেষ্টা করলেও এখনো তেমন কোনো অগ্রগতি ঘটে নি৷
ন্যাটোর অভিযানের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে৷ এর মধ্যেই এনটিসি গোটা দেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে বলে ন্যাটো মনে করছে৷ ফ্রান্স ও ব্রিটেন সহ অনেক দেশ এনটিসি’র সাফল্যের উপর নির্ভর করে রয়েছে৷ শুধু দেশের গোটা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয়, বিচ্ছিন্ন যোদ্ধাদের গোষ্ঠীগুলিকেও একই কমান্ডের আওতায় আনা তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ এই কাজে ব্যর্থ হলে বিদেশি শক্তিগুলিরও মুখরক্ষা হবে না৷