যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় আইজ্যাক আঘাত হেনেছে। ঘূণিঝড়টি এখন নিউ অরল্যান্ড অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে।
আইজ্যাক উপকূলীয় এলাকায় ৮০ কি.মি গতিবেগে আঘাত হেনেছে এবং পরবর্তীতে এটা নিউ অরল্যান্ড অঙ্গরাজ্যে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাত বছর আগে হারিকেন ক্যাটরিনা আঘাত হেনেছিল।
প্রেসিডেন্ট ওবামা এলাকার স্থায়ী বাসিন্দাদের আইজ্যাক সম্পর্কে সতর্ক করেছেন এবং ওই এলাকার উদ্ধার তৎপরতা জোরদার করার তাগিদ দিয়েছেন।
এছাড়া, লুইসিয়ানা ও ফ্লোরিডার পাশ্ব¦বর্তী মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঝড়টি পূর্ণমাত্রার ‘হ্যারিকেন’ ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের ধারণা উপকূল অতিক্রমের সময় আইজ্যাক একটি পূর্ণ মাত্রার হারিকেনের রুপ লাভ করবে। মঙ্গলবার সর্বশেষ আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী ঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১২০ মাইল।
বুধবার আইজ্যাক লুইজিয়ানার দক্ষিণ-পূর্ব অংশ দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ আগস্ট একই এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ক্যাটরিনা’ আঘাত হানে। তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অনেকেই এখনও সেই ঝড়ের ধকল সামলে উঠতে পারেন নি। এর ওপর নতুন ঝড় পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টির কেন্দ্র ‘মিসিসিপি’ নদীর মোহনা থেকে দু’শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। বর্তমানে প্রতি ঘন্টায় এটি ১৯ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে।
ক্যাটরিনা আঘাত হানার বার্ষিকীতে আইজ্যাকের ধেয়ে আসায় স্থানীয় অধিবাসীদের মধ্যে এর ভয়াবহতার স্মৃতিই জেগে উঠছে বলে জানা গেছে। ক্যাটরিনার আঘাতে নিউ অরলিন্স ধ্বংসস্তুপে পরিণত হয়। অনেকেই নিহত হওয়ার পাশাপাশি শত শত কোটি ডলারের সম্পদের হানি ঘটে। যার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেক আক্রান্তই।