প্রথম চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রং আর নেই। শনিবার মধ্যরাতে ৮২ বছর বয়সে মারা যান তিনি। তার পরিবারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট নিজের জন্মদিনের ২ দিন আগে আমস্ট্রংয়ের হার্টের বাইপাস সার্জারি করা হয়। হার্টের ব্লক দূর করতেই তার এ অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু হৃদপিণ্ডে অস্ত্রোপচারের সেই ধকল আর তিনি সামলে উঠতে পারেননি।

১৯৬৯ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো ১১ মিশনের অধিনায়ক হিসেবে চাঁদের বুকে প্রথম পা রাখেন আর্মস্ট্রং। তার সঙ্গী ছিলেন এডইউন অলড্রিন।

চাঁদে পা রাখার মুহূর্তকে তিনি বর্ণনা করেছেন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির একটি বিশাল অগ্রগতি হিসেবে।