পৃথিবী থেকে চির বিদায় নিলেন আফ্রিকার প্রথম শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নারী অধ্যাপিকা ওয়াঙ্গারি মাথাই৷ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে নাইরোবির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন৷
 ১৯৪০ সালের পহেলা এপ্রিল কেনিয়ার নায়েরি শহরে জন্মগ্রহণ করেন ওয়াঙ্গারি মাথাই৷ তিনি ছিলেন প্রথম কেনীয় নাগরিক যিনি নোবেল শান্তি পদক পেয়েছিলেন৷ এছাড়া পূর্ব এবং মধ্য আফ্রিকায় তিনিই প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জনকারী নারী৷ ১৯৭৭ সালে গ্রিন বেল্ট মোভমেন্ট নামের পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে আজীবন পরিবেশ রক্ষায় সংগ্রাম করেছেন মাথাই৷ এছাড়া নাগরিক ও নারী অধিকারের জন্যও আজীবন লড়াই চালিয়ে গেছেন এই সংগ্রামী নারী৷ অধ্যাপিকা মাথাই তাঁর পরিবেশ ও সামজবাদী কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন৷ ২০০৬ সালে মাথাইকে ফ্রান্স সরকার সেদেশের সর্বোচ্চ সম্মানজনক পদক ‘লেজিও ড্য অনার’ প্রদান করেন৷
 চলতি বছরের শুরু থেকে প্রায়ই হাসপাতালে কাটাতে হয়েছে এই সংগ্রামী নারীকে৷ মৃত্যুকালে তিন সন্তান এবং বিশ্বজুড়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অধ্যাপিকা ওয়াঙ্গারি মাথাই৷