চীনের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলীয় সানাক্সি প্রদেশের ইয়ানা শহরে শনিবার দিবাগত মধ্যরাতে ওই দু’টি যানের মধ্যে সংঘর্ষ হয় এবং দু’টি বাহনেই আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা থেকে ৩ জন বেঁচে গেলেও তারা বেশ আহত হয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত হচ্ছে।

চীনের ট্র্যাফিক আইন ও নিরাপত্তা ঘাটতির কারণে সড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।