চীনের ইউনান প্রদেশের একটি গ্রামে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টায় একটি স্কুল ঘর ও দু’টি ফার্ম হাউজ ভূমি ধসের নিচে চাপা পড়ে ১৯ জন নিহত হয়েছে।এরমধ্যে ১৮জনই শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে ওই একই প্রদেশে ৮ সেপ্টেম্বর ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ১২ জনের বেশি মানুষ নিহত হয়। সেই ভূমিকম্পের কারনে স্কুলের ক্লাস স্থগিত করার কারনে ঘাটতি পূরণের লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ছুটির দিনেও ক্লাসে এসে দুর্ঘটনার শিকার হলো বলে চীনের সংবাদ সংস্থা জানায়।
ভূমিধসের পর আশপাশের অন্যান্য অধিবাসীরাও নিরাপদ স্থানে সরে যায়।