জাতিসংঘের সদস্যপদের জন্য প্যালেস্টাইন যেন আবেদন না করে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কূটনীতিকরা৷ এদিকে ফিলিস্তিনিরা তাদের আবেদনের সমর্থনে পশ্চিম তীরে মিছিল করছে৷
কূটনৈতিক প্রচেষ্টা
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউ ইয়র্কে পৌঁছানোর পরপরই প্রচেষ্টা শুরু হয়েছে৷ মঙ্গলবার তাঁর কথা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির সঙ্গে৷ কথা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গেও৷ আজ আলোচনা করবেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে৷ তার আগে ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেছেন, আব্বাসের সঙ্গে বৈঠকে ওবামা, কেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি আবেদনকে সমর্থন করবেনা সেটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন৷ এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির৷ সেসময় মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সেদেশের কূটনীতিকরা৷
কবে আবেদন
শুক্রবার৷ সেদিন প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেবেন৷ এরপর নিয়ম অনুযায়ী সেটা নিরাপত্তা পরিষদে পাঠিয়ে দেবেন মহাসচিব বান কি-মুন৷ তবে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, তারা ভেটো দেবে৷ আর রাশিয়া বলেছে তারা সমর্থন করবে৷ অবশ্য সে পর্যায়ে যাওয়ার আগে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত নয়জনের কাছ থেকে সমর্থন পেতে হবে প্যালেস্টাইনকে৷
ইসরায়েলের প্রতিক্রিয়া
তারা ফিলিস্তিনি পক্ষকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে৷ বলেছে, প্যালেস্টাইন যে জাতিসংঘে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে সেটা একটা ভুল৷ এই পরিকল্পনা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছে ইসরায়েল৷ এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেছেন, প্যালেস্টাইনের আবেদনের জবাব দেয়ার মতো পর্যাপ্ত ‘টুল’ রয়েছে তাদের কাছে৷ তবে সেটা কী তা বিস্তারিত বলেননি তিনি৷ এছাড়া শান্তি আলোচনা শুরু করার শর্তে পশ্চিম তীরে বসতি নির্মাণ একদিনের জন্যও বন্ধ রাখা হবেনা বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী৷
জাতিসংঘের মহাসচিব
মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে তিনি নতুন প্রচেষ্টা শুরুর কথা বলেছেন৷ সাধারণ পরিষদের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন৷ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যে যে অচলাবস্থা চলছে সেটা ভাঙতে হবে৷ তিনি বলেন, ফিলিস্তিনিরা একটি রাষ্ট্র চায়৷ আর ইসরায়েল চায় শান্তি৷ এরপর বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা৷ তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে কোনো সহজ উপায় নেই৷ বিবৃতি আর জাতিসংঘে আবেদনের মাধ্যমে কোনো সমাধান আসবে না৷ এটা যদি এতই সহজ হতো, তাহলে এতদিনে সমস্যার সমাধান হয়ে যেত৷’’