জিনিভায়  জাতিসংঘের মানবাধিকার পরিষদের তিন সপ্তাহব্যাপী অধিবেশনে উদ্বোধনী ভাষণে  আজ সোমবার ,  মি বান , সিরিয়ার সঙ্কট নিস্পত্তিতে ঐক্যবদ্ধ অবস্থান নিতে ব্যর্থূ হওয়ায় মি বান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন । তিনি প্রতিনিধিদের বলেন যে সিরিয়ায় সরকারী বাহিনী যে অসামরিক লোকজনের ওপর বোমা বর্ষণ করছে তাতে তিনি খুবই বিচলিত। তিনি মানবাধিকার পরিষদের প্রতি এই বলে আহ্বান জানান :
 
 
তিনি বলেন যে এই পরিষদকে সিরিয়ার ওপর নজরদারি করতে আমি উৎসাহিত করছি। আমাদের এটা মনে রাখতে হবে যে , যে কোন পক্ষই  যুদ্ধাপরাধ , মানবতাবিরোধী কিংবা আন্তর্জাতিক মানবাধিকারের লংঘন করুক না কেন , তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে।
মি বান জাতিসংঘ-আরব লীগের নতুন দূত ধাখদার ব্রাহিমির কুটনেতিক প্রচেষ্টার পক্ষে একাত্রত হতে সিরিয়া এবং অন্যান্য রাস্ট্রের প্রতি আহ্বান জানান।