জাপান রবিবার সতর্ক করে দেয় যে টোকিয়োর উত্তরে একটি পারমানবিক বিদ্যুত্ প্রকল্প থেকে যে তেজষ্ক্রিয় বিকিরণ দুষিত জল সাগরে গিয়ে পড়ছে তা বন্ধ করতে কয়েক মাস সময় লাগতে পারে।

জরুরী কর্মীরা ফুকুশিমা দাইচি বিদ্যুত্ প্রকল্পের প্রান্তিক ভাগের একটি রক্ষনাবেক্ষণ এলাকায় ২০ সেন্টিমিটার মাপের  ফাটল পায় এবং ধারণা করা হয় যে ঐ ফাটল দিয়ে  জল প্রশান্ত মহাসাগরে চুইয়ে পড়ছে।  কর্মকর্তারা তার পরই সতর্ক বানী উচ্চারণ করেন।

মন্ত্রী পরিষদের মূখ্য সচিব Yukio Edano এক সাংবাদিক সম্মেলনে বলেন তিনি মনে করেন সমাধানের জন্য কয়েক মাস সময় লাগাটা যুক্তি সঙ্গত।

শনিবার কংক্রিট ঢালার পরও দুষিত জল চুইয়ে পড়া বন্ধ হয় নি। ফাটল বন্ধ করার জন্য কর্মীরা পলিমার ব্যবহার করেন।