বিশ্বজুড়ে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তকুল তাকিয়ে আছে কনরাড মারের চূড়ান্ত বিচারের দিকে। মানব হত্যার দায়ে অভিযুক্ত জ্যাকসনের (৫০) পারিবারিক চিকিৎসক কনরাড মারের চূড়ান্ত বিচার আগামীকাল মঙ্গলবার শুরু হওয়ার কথা।
দুবছর আগে ২০০৯ সালের ২৫ জুন জ্যাকসন মারা যান। তার মৃত্যুর জন্য কনরাডকে (৫৮) দায়ী করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জ্যাকসনকে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন করিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে ৪ বছর সাজা ভোগ করতে হবে। এর আগে মার্চে এ বিচার অনুষ্ঠানের কথা থাকলেও দুদুবার তা পিছিয়ে দিতে হয়।
বিচারের দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখানো হবে। এদিকে বিচার অনুষ্ঠানকে সামনে রেখে লস অ্যাঞ্জেলেসের আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করা হচ্ছে জ্যাকসনের মা ও বাবা এবং ক্যাথরিন ও জো জ্যাকসনসহ তার পরিবারের অন্যান্য সদস্যও আদালতে উপস্থিত থাকবেন। এর আগে জানুয়ারিতে বিচার-পূর্ব শুনানিকালে এরা উপস্থিত ছিলেন।