নয়াদিল্লি থেকে দ্রুত আগ্রার তাজমহলে পৌঁঁছানোর নতুন রাস্তা খুলে দিয়েছে ভারত। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই নতুন এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়। জানা যায়, বর্তমানে দিল্লি থেকে আগ্রা যেতে পাঁচ ঘণ্টা লাগে। ভারতের সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, ১৬৫ কিলোমিটার লম্বা এই নতুন রাস্তা খুলে দেওয়ার ফলে আগ্রায় যেতে অর্ধেকেরও কম সময় লাগবে। ফলে অধিক সংখ্যক পর্যটক এখন কম সময়ে তাজমহল ঘুরে আসতে পারবেন। তবে এই নতুন এক্সপ্রেস রোডটি ব্যবহার করতে প্রতিদিনের জন্য পর্যটকদের ৫১০ রুপি টোল গুনতে হবে। দ্য যমুনা এক্সপ্রেসওয়ে নামে রাস্তাটিতে রয়েছে ছয়টি বাঁক, ৭০টি আন্ডারপাস এবং ২শ’র বেশি ছোট ব্রিজ ও কালভার্ট। বিবিসি।