আফগান সীমান্তের নিকট এক শীর্ষ তাজিক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করার পর এলাকাটির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পরিচালিত মারাত্মক সামরিক অভিযানে অন্ততপক্ষে ১২ জন তাজিক সৈন্য ও ৩০ জন বিদ্রোহি নিহত হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায় আঞ্চলিক নিরাপত্তা প্রধান জেনারেল আবদুলু নাজারব নিহত হওয়ার পর গত দিনগুলিতে তাজিক বিশেষ বাহিনী পূর্বাঞ্চলীয় গরনো-বাদাখসান এলাকায় প্রবেশ করে।
রাষ্ট্রিয় টেলিভিশনে পঠিত এক বিবৃতিতে বলা হয় বাদাখশান প্রদেশে বিশেষ অভিযানে ১২ জন সৈন্য ও ৩০ জন জঙ্গি মারা গেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এতে আরো বলা হয় সংঘর্ষে আটজন আফগান নাগরিকসহ ৪০ জন যোদ্ধাকেগ্রেফতার করা হয়েছে এবং ২৩ জন সৈন্য আহত হয়েছে।
তাজিব সৈন্যরা বিদ্রোহিদের বিরুদ্ধে ট্যাংক ও হেলিকপ্টার ব্যবহার করছে।