বুধবার হাজার হাজার শোকার্ত উত্তর কোরিয়ান, দীর্ঘ দিনের নেতা কিম জং ইলকে শেষ বিদায় দেন যখন শবাধারে তার মরদেহ রাজধানী পিয়ংইয়ং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়।
বুধবার সকালে যখন শবযাত্রা শুরু হয়, তখন আকাশ ছিল তষারে আবৃত। প্রয়াত নেতার বিশাল ছবি সহ কালো লিমোসিনটি পিয়ংইয়ং এর তুষার ঢাকা পথ দিয়ে এগুতে থাকে। তার পরের লিমোসিনে, পতাকায় ঢাকা মি কিমের শবাধার রাখা ছিল সাদা ফুলের উপর।
রাস্তার দুধারে শোকার্তরা দাড়িয়ে ছিল। তারা কান্নায় ভেঙ্গে পড়ছিলো।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় শববাহী গাড়ির পাশে পাশে হেঁটে যাচ্ছেন কিমের তৃতীয় ছেলে ও উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন।
বৃহষ্পতিবার পর্যন্ত অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান অব্যাহত থাকবে।