কাজের সন্ধানে অবৈধভাবে প্রবেশ করায় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর সূত্রে এ খবর জানা গেছে। তবে আটকদের কাছ থেকে আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ৫/৬ দিন আগে সোনামুড়ার দিকে সীমান্তরেখা পার হয়ে কাজের সন্ধানে ১২ জন বাংলাদেশি নাগরিক রাজ্যে প্রবেশ করে। তারা ধলাই জেলার মনু থানাধীন শিববাড়ি এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে মনু থানার সেকেন্ড অফিসার বাবুল দাস গত সোমবার দিনগত রাতে তাদের আটক করে। মঙ্গলবার তাদের কৈলাশহর আদালতে তোলা হয়। থানা সূত্রে জানা যায়, ওই ১২ জনই বাংলাদেশি শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।