থাইল্যাণ্ডে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অবৈধ মাদক অ্যাম্ফেটামিন উদ্ধার করা হয়।
থাইল্যাণ্ডের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশে পুলিশ ও সৈন্যদের একটি টহল দলের সঙ্গে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তির বন্দুকযুদ্ধ হয়। প্রায় ১০ মিনিট ধরে এই বন্দুকযুদ্ধ চলে।
এতে আরো বলা হয়েছে, প্রায় সাড়ে ৫ লাখ অ্যাম্ফেটামিন পিলের পাশাপাশি ৭০ কিলো গ্রাম (১৫৪ পাউন্ড) স্ফটিক মেথাম্ফেটামিন, একটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য নিহত হয়নি বলে জানা গেছে।